শেষ আপডেট: 21st August 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur student death)ফের সিপিএমকেই নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে বাংলায় আর্থিক প্রতারণার কারবার ডেকে আনার জন্য সারদার (Sarada) প্রসঙ্গ টেনে বাম আমলকেই দায়ী করেছেন তিনি। এই প্রসঙ্গে বিজেপি সিপিএমের ‘আন্ডারস্ট্যান্ডিং’ নিয়েও সরব হয়েছেন তৃণমূল নেত্রী।
এর আগে গত সোমবার স্বাধীনতা দিবসের প্রাক সন্ধেয় বেহালায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাদবপুর প্রসঙ্গে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “ওখানে পুলিশ ঢুকতে দেয় না,. সিসিটিভি লাগাতে দেয় না। একটা আতঙ্কপুর হয়ে গেছে।”
এদিন সেই সঙ্গে সারদার (Sarada) প্রসঙ্গ টেনে এনেছেন মমতা। তাঁর কথায়, “সারদাকে নিয়ে এসেছিল ওরা। কিন্তু ওদের বিরুদ্ধে কোনও কেস দেখতে পাচ্ছেন? নেই! কারণ, সবটা আন্ডারস্ট্যান্ডিং। বিজেপি, সিপিএমের ওদের যত মাথাব্যথা তৃণমূলকে নিয়ে। কারণ তৃণমূল একমাত্র সংগঠন যারা ওদের রেয়াত করে না।”
রাজনৈতিক পর্য়বেক্ষকদের মতে, তৃণমূলের জমানায় সারদা কেলেঙ্কারির ঘটনা সামনে এলেও সারদার সূচনা হয়েছিল বাম আমলে। ওই প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী বোঝাতে চেয়েছেন, দুর্নীতির সঙ্গে সিপিএমও জড়িত রয়েছে। কাকতালীয়ভাবে সারদাকাণ্ডে এদিন আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, প্রাক্তন ডিজি রজত মজুমদার, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সজ্জন আগরওয়াল সহ আটজনের নাম রয়েছে।
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর! ৫ লাখ টাকা ঋণ দেবে রাজ্য, বড় ঘোষণা মমতার