শেষ আপডেট: 4th November 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: রাতে এলাকা নিঝুম হলেই পাড়ায় ঘোরা-ফেরা করেন অচেনা এক ব্যক্তি। রাস্তার নেড়িদের বিস্কুটও খাওয়ান। তারপরে নিজের গন্তব্যের দিকে চলেও যান। তবে এলাকার মানুষ লক্ষ্য করছিল এলাকা থেকে উধাও হয়ে গেছে কয়েকটি কুকুর। সন্দেহ গিয়েছিল ওই ব্যক্তির উপর। এসবের ফাঁস কোনও বড়সড় কুমতলব নেই তো? তাই তক্কে তক্কে ছিলেন অনেকেই। কুকুরদের সুরক্ষায় তাই রাতেই বাইক নিয়ে ওই অচেনা ব্যক্তির পিছনে ধাওয়া করেছিলেন এক দম্পতি। দেখেন, কুকুরকে কোলে নিয়ে হাঁটা দিচ্ছেন ওই ব্যক্তি। জিজ্ঞাসা করতে ছুটে পালালেন। দম্পতির তোলা সেই ভিডিও এখন ভাইরাল। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এই ঘটনা মালদহ টাউনের রবীন্দ্র অ্যাভিনিউয়ের।
ওই দম্পতি দাবি করেছেন, কুকুটিকে মেরে ফেলার ছক কোষেছিল ওই ব্যক্তি। রাস্তার কুকুরদের দিকে ততটা নজর রাখে কেউই। দম্পতির ধারণা সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকা থেকে কুকুরদের তুলে নিয়ে যায় ওই ব্যক্তি। তারপর সেটি মেরে, ওই মাংসই বিরিয়ানিতে ব্যবহার করেন।
দম্পতির দাবি, পুলিশ এই বিষয়টি দেখুক। তবে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। প্রসঙ্গত, সেই সময় কাছেই দাঁড়িয়েছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। কিন্তু তিনিও এই ঘটনা দেখে এগিয়ে আসেননি। ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটি। পশুপ্রেমীরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, দম্পতি ওই ব্যক্তি পরিচয় জিজ্ঞাসা করতে যান। কিন্তু ওই ব্যক্তি কোনও কথা বলেননি। কোলে তখন একটি কুকুর ছিল। সেটিকে নিয়ে সজোরে হাঁটতে শুরু করেন। পরে দম্পতিকে পিছু নিতে দেখে কোল থেকে কুকুরটিকে নামিয়ে চলে যান।