শেষ আপডেট: 1st April 2022 09:17
দ্য ওয়াল ব্যুরো: বগটুই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তদন্তে উঠে আসছে, বগটুইয়ের হত্যাকাণ্ড ও বিবাদের নেপথ্যে রয়েছে তোলাবাজি। যাতে নাম জড়িয়েছে একাধিক স্থানীয় তৃণমূল নেতার। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল। এরইমধ্যে ফের টাকা তোলা নিয়ে সরব হলেন রাজ্যের এক মন্ত্রী (Maldah TMC)।
বিভিন্ন জায়গায় দলের নাম করে পঞ্চায়েতে টাকা তোলা হয়, এই অভিযোগ রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। এমনকি চাকরি, কাজ পাইয়ে দেওয়ার নাম করেও দূর্নীতি হয় বলে তাঁর কাছে খবর আছে।
মালদহয়ে তৃণমূলের সাংগঠনিক সভার মঞ্চে তখন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত। তাঁর সামনেই ওই বিস্ফোরক অভিযোগ তোলেন জেলার মন্ত্রী। বৃহস্পতিবার সাবিনা বলেন, ‘যারা দলের নাম ভাঙিয়ে খাচ্ছেন তাঁরা হুঁশিয়ার। ’
শুক্রবার সাবিনা ‘দ্য ওয়ালকে’ বলেন, ‘বিভিন্ন জায়াগায় অনেকেই দলের নাম ভাঙিয়ে টাকা তোলেন বলে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা। কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ পাওয়া যায়। এই কাজের সঙ্গে যুক্তরা বেশিরভাগই দলের কোনও সাংগঠনিক কাজে লাগেন না। দলে থেকে ফায়দা তোলার কাজ করেন তাঁরা। তাঁদের সতর্ক করতেই সভা থেকে ওই বক্তব্য রেখেছি। এধরণের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের আমি রেয়াত করব না।’
বিষয়টিতে ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলেও জানান তিনি।
ওই সাংগঠনিক সভায় উপস্থিত ফিরহাদ হাকিম অবশ্য বিষয়টিতে প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি। তবে বিষয়টিতে অস্বস্তিতে তৃণমূল শিবির, সূত্রে এমনটাই খবর।
উল্লেখ্য, এর আগেও চাকরির সুপারিশ চিঠিতে সাবিনার সই ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। পরে জানা যায় ওই লেটারহেড ও সই জাল। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছিলেন সাবিনা ইয়াসমিন। এবার দলে থেকে বিভিন্ন অসাধু কার্যকলাপের বিরুদ্ধে প্রকাশ্য সবা থেকেই হুঁশিয়ারি দিলেন তিনি।