শেষ আপডেট: 23rd October 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাড়িতে অস্ত্র রাখার অভিযোগ তৃণমূলের এক সংখ্য়ালঘু সেলের নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মালদহের মোথাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই নেতার কাছ থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃত ওই তৃণমূল নেতার নাম আব্দুস সালাম। তিনি তৃণমূলের সংখ্য়ালঘু সেলের মোথাবাড়ি অঞ্চলের সভাপতি পদে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, ওই তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ। এরপরই আব্দুসকে গ্রেফতার করা হয়। কেন ওই নেতা বাড়িতে অস্ত্র মজুত করেছিলেন, তা খতিয়ে দেখছে মোথাবাড়ি থানার পুলিশ।
এই ঘটনায় সামনে আসতে মালদহে রাজনৈতিকমহলে উত্তেজনা ছড়ায়। বিরোধী দল বিজেপি এই ঘটনা নিয়ে সরব হয়েছে। বিজেপি সম্পাদক অম্লান ভাদুড়ির কথায়, "তৃণমূল দলটা পুরোটা দুর্বত্তায়ন হয়েছে। ক্রিমিনাল, তোলাবাজে ভরে গিয়েছে।" অম্লানবাবুর দাবি, "বারে বারে ওই নেতার মুখে হুমকি সুর শোনা যায়। তিনি বলেছেন, আন্দোলন শুরু করব। তার আন্দোলন মানে বিরোধীদের নিকেশ করা। সেই কারণেই, গতকাল তৃণমূলের ওয়ার্ডে বোমা বিস্ফোরণে বাচ্চা আহত হল'। একই সঙ্গে পুলিশ সুপারকে ঘটনাটির দিকে নজর রাখতে বলেছেন বিজেপির ওই নেতা।