শেষ আপডেট: 2nd January 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ইংরেজবাজার পুরসভার কাউন্সিলরকে লক্ষ্য় করে গুলি। বৃহস্পতিবার সকালে তৃণমূল কার্যালয় থেকে বের হতেই দুলাল সরকারকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ইংরেজবাজারে বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে গিয়েছিলেন দুলালবাবু। কাজকর্ম সেরে পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের ফ্যাক্টরির দিকে রওনা হন। সেখানেই মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী তাঁকে তাড়া করে। দুলালবাবুকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি ছোড়ে তারা। তিনটি গুলি লাগে দুলালবাবুর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলি শব্দ ও আর্তনাদ শুনে দলের কর্মীরা ছুটে আসে। তাঁরাই তাঁকে মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ডাক্তাররা জানিয়েছেন, কাঁধে গুলি লেগেছে দুলালবাবুর। সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাঁর অস্ত্রোপচার শুরু করেন তাঁরা। তৃণমূল কাউন্সিলরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কী কারণে কাউন্সিলরের উপর হামলা হল তা খতিয়ে দেখছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা সবাই মুখে কাপড় বেঁধে এসেছিল। রাজনৈতিক কারণে এই হামলা না ব্যবসায়িক কোনও গন্ডগোলের জের, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।