শেষ আপডেট: 1st January 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কম্বল বিলিকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড মালদহের হরিশ্চন্দ্রপুরে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল বিলির আয়োজন করা হয়েছিল তুলসীহাটা প্রাথমিক বিদ্যালয়ে। যতজনের জন্য আয়োজন ছিল তার দ্বিগুণ লোক ঢুকে পড়ে। তাতেই বাঁধে বিপত্তি। মানুষের ভিড়ে ভেঙে পড়ে একটি দেওয়াল। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ৭ জন জখম হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৫ জন মহিলা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার এই ঘটনায় বছরের শুরুর উন্মাদনা ধাক্কা খায়। স্থানীয়সূত্রে জানা গেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল বিলির আয়োজন করা হয়েছিল তুলসীহাটা প্রাথমিক বিদ্যালয়ে। দেড় হাজার জনকে কম্বল দেওয়া হবে বলে স্থির করা হয়। সেইমতোই বিলি হয়েছিল কুপন। কিন্তু কম্বল বিলি শুরু হতেই বাঁধে বিপত্তি। কুপন নেই এমন বহু মানুষ ঢুকে পড়েন স্কুল প্রাঙ্গনে।
তৃণমূল নেতৃত্ব জানান, প্রায় তিন হাজার মানুষ চলে আসেন এখানে। হুড়োহুড়ি করে তাঁরা সবাই একসঙ্গে স্কুলে ঢুকতে গেলে বাঁধে বিপত্তি। ভেঙে পড়ে পাঁচিলের একাংশ। চাপা পড়ে যান অনেকে। সাতজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে পাঁচজনই মহিলা। প্রত্যেকের আঘাত গুরুতর বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এতবড় অনুষ্ঠান, কিন্তু পুলিশের কোনও নিরাপত্তা ছিল না।
২০২২ সালে ডিসেম্বর মাসে আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। পশ্চিম বর্ধমানের আসানসোলে পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি আয়োজিত ওই কম্বল বিতরণ কর্মসূচিতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই কম্বল নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিল ১ শিশুও। সেই ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হন। বুধবার বছরের প্রথম দিন আসানসোলের ঘটনার স্মৃতি ফিরল হরিশ্চন্দ্রপুরে।