শেষ আপডেট: 16th September 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ফের নৃশংসভাবে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। রাজস্থানের পরে এবার মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। মালদহের কালিয়াচকের যুবক আব্দুর রহমান। ৩৭ বছরের আব্দুর মুম্বাইয়ের একটি আবাসনে কাজ করছিলেন। কালিয়ান এলাকার ওই আবাসনের এক ঘরে দুই সহকর্মীর সঙ্গে থাকতেন। অভিযোগ, সেখানেই ঘুমন্ত অবস্থায় আব্দুরের মাথায় হাতুড়ি মেরে পৈশাচিকভাবে খুন করে পালিয়ে যায় এক সহকর্মী। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার এক সহকর্মী ফোন করে আব্দুরের বাড়িতে ঘটনার কথা জানায়। আপনজনের মৃত্যুতে শোকার্ত গোটা পরিবার।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, তিন মাস আগে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন আব্দুর। কালিয়ান এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। রবিবার মালদহের বাড়িতে কেউ ফোন করে জানায় শেখ সেলিম নামে একজন লোহার হাতুড়ি মেরে আব্দুরকে খুন করেছে। স্বামীর আচমকা মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মৃতের স্ত্রী হাজেরা বিবি।
হাজেরা বলেন, "কেন আমার স্বামীকে এই ভাবে মারা হল, এবিষয়ে কিছু বুঝতে পারছি না।" খুনির ফাঁসি হোক, সেটাই চাইছেন তিনি। হাজেরা ও আব্দুরের এক কন্যা সন্তান রয়েছে।তার নাম রেহানা খাতুন। সে ক্লাস সেভেনে পড়ে। বাবার অকাল মৃত্যুর খবর পেয়ে কেঁদেই চলেছে রেহানা। এদিকে মেয়ে নিয়ে অথৈ জলে পড়েছেন হাজেরাও।
কয়েকদিন আগে রাজস্থানের জয়পুরে মালদহের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়। ওই ব্যক্তির নাম ছিল মতি আলি। তাঁর হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতে মিসকিনপুর এলাকায়।