শেষ আপডেট: 30th September 2024 14:38
দ্য ওয়াল ব্য়ুরো, মালদহ: বাড়িতে একা পেয়ে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা! নিজেকে বাঁচাতে ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ চিরে দিলেন ওই মহিলা। তাতে সেখান থেকে ভয়ে পালাল অভিযুক্ত। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই মালদহের হরিশ্চন্দ্রপুরে শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা। অভিযুক্ত ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার ২ নম্বর ব্লকে ওই মহিলার বাড়ির। কয়েক আগেই স্বামীর মৃত্যু হয়। সেই থেকে তিন সন্তানকে নিয়ে মহিলা বাড়িতে একাই থাকেন । কাঁথা সেলাই করে নিজের রুজিরুটি চালান। রবিবার রাতে তিনি সন্তানদের নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিলেন।
অভিযোগ, সেই সময়ে প্রতিবেশী এক যুবক ওই মহিলার ঘরে ঢুকে পড়ে। ঘুমন্ত ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে সে। ধস্তাধস্তি শুরু করে। মহিলা প্রতিরোধ করতে থাকেন। সেই সময়ে নিজেকে বাঁচাতে বালিশের পাশে রাখা একটি ব্রেড নিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ চিরে দেয়। মহিলার রণংদেহী মূর্তিতে দেখে অভিযুক্ত ভয় পেয়ে যায়। সেখানে থেকে দৌড়ে পালায় সে।
এরপরেই মহিলার চিৎকার শুনে বাকি প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তকে ধরতে গেলে সে হাত ফস্কে পালিয়ে যায়। পরে হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হন ওই মহিলা। প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তে খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।