শেষ আপডেট: 8th September 2024 20:14
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ওড়িশা ও বিহারের সহ-শ্রমিক বিরুদ্ধে। বিজেপিশাসিত রাজস্থানের এই ঘটনার প্রসঙ্গে এবার বাংলার বিজেপি কর্মীদের খুনের হুমকি দিলেন মালদহ জেলার তৃণমূল সভাপতি!
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'অপদার্থ' বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।
আজ, রবিবার মৃত ওই শ্রমিকের দেহ গ্রামে ফেরে। ঘটনার প্রতিবাদে তৃণমূল মৌন মিছিল করে এদিন। মিছিলে ছিলেন ওই তৃণমূল সভাপতি, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন প্রমুখ।
মিছিল শেষে বক্তব্য রাখেন আব্দুর রহিম। সেখানেই তিনি বলেন, ‘যদি বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হত্যা বন্ধ না হয়, তবে বাংলার বিজেপি কর্মীদের সঙ্গেও একই ঘটনা ঘটানো হবে।’
তিনি আরও বলেন, 'এই ঘটনা এবং আরজি করের ঘটনা সমান। ওই পরিযায়ী বাংলার ঘরের ছেলে। তার জন্যও মানুষ প্রতিবাদে নামুক। রাত দখল করুক।'
২০ বছর ধরে রাজস্থানের জয়পুর শহরে একটি সোনার দোকানে কাজ করতেন মতি নামের ওই ব্যক্তি। তাঁর বাড়ি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। ছুটি নিয়ে পাঁচ মাস আগে বাড়িও এসেছিলেন। পরে আবার রাজস্থানে ফিরেছিলেন।
গত ৩ সেপ্টেম্বর সন্ধেয় খাবার খাওয়ার সময় বিহার ও ওডিশার সহকর্মীদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। অভিযোগ, এরপর তাঁকে বেধড়ক মারধর করে ওই শ্রমিকরা।
ঘটনাস্থল থেকে দু’কিলোমিটার দূরে কাজ করতেন তাঁর ভাইও। মতি ভাইকে ফোন করে জানান, তাঁর পেটে প্রচণ্ড ব্যথা। ওই অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার সকালে তিনি মারা যান।