প্রতীকী ছবি
শেষ আপডেট: 13th December 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো: ট্যাব কেলেঙ্কারি নিয়ে এমনিই নাকানি চোবানি খাচ্ছে প্রশাসন। সেই আবহেই এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠল মালদায়।
মাদ্রাসায় পড়ুয়াদের স্কলারশিপের টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসায় স্নাতকোত্তরের পড়ুয়ারা বিস্ফোরক অভিযোগ এনেছেন। বলছেন, স্কলারশিপের দ্বিতীয় দফার টাকা তাঁরা পাননি। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁরা কেউ পড়ুয়া নন। তাঁদের অভিযোগ ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ইনজামামুল হকের বিরুদ্ধে। তিনিই নাকি স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছেন।
ওই মাদ্রাসায় থিওলজি বা হাদিসে এমএ করছেন প্রায় দুশো পড়ুয়া। অভিযোগ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করে তাঁরা প্রথমবার ২৪ হাজার টাকা পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বারের টাকা আর ঢোকেনি অ্যাকাউন্টে। প্রায় দেড়শো জন ছাত্রছাত্রীর দ্বিতীয়বারের টাকা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে। যাঁদের অ্যাকাউন্টে এই টাকা গেছে, তাঁরা কেউ মাদ্রাসার পড়ুয়া নন। এমনকি, ভুয়ো প্রাপকদের ওই তালিকায় ষাটোর্ধ্ব বৃদ্ধও রয়েছেন বলে অভিযোগ।
অভিযোগের আঙুল উঠেছে ওই মাদ্রাসার প্রাক্তন টিআইসি আনোয়ার হোসেন এবং স্কলারশিপের ফর্ম ফিলআপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক মোসমের বিরুদ্ধে।
এনিয়ে প্রথমে তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু অভিযোগ, প্রাক্তন টিআইসি তাঁদের হুমকি দেন। বর্তমান টিআইসি গোলাম রসুল তাঁদের প্রতিশ্রুতি দেন, পরবর্তীতে তাঁরা টাকা পাবেন। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং নিজেদের ন্যায্য প্রাপ্যের দাবিতে তাঁরা ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ জানিয়েছেন।