শেষ আপডেট: 4th February 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ির: বাড়ির কাছ থেকে তিনদিন পরে মিলল তৃণমূল শ্রমিক নেতার রক্তাক্ত দেহ। তাই উত্তপ্ত হয়ে উঠল মাল থানা এলাকা। থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবি করতে থাকেন তাঁরা।
শুক্রবার থেকে নিখোঁজ ওই শ্রমিক নেতা ছিলেন। এই ঘটনার নেপথ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যের হাত রয়েছে বলে তাঁদের দাবি করছেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চা বাগান শ্রমিক সংগঠনের নেতা সুনীল লোহার শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। আশেপাশে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে সুনীলের পরিবার মাল থানার দ্বারস্থ। শনিবার দুপুর থেকে তদন্তে নামে মালবাজার থানার পুলিশ।
এদিন রাত ১০টা নাগাদ নিদাম চা বাগানের ভাঙাপুলের অদূরে পাম্প ঘরের কাছে পাওয়া যায় সুনীল লোহারের দেহ। তাঁর পরিরের অভিযোগ, "নিদামের বিজেপি পঞ্চায়েত সদস্য সুরজ দর্জি ও অন্যান্য বিজেপির কর্মীরা মিলে খুন করেছে।"
ক্ষোভে ফেটে পড়েন নিদাম চা বাগানের বাসিন্দারা। সুনীল লোহারের খুনে জড়িতদের ফাঁসির দাবি করে মাল থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ অবরোধ চলায় মহকুমা পুলিশ আধিকারিক সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় বলেন, পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে, "দুজনকে আটক করে জেরা চলছে, শীঘ্রই সমস্ত সত্য প্রকাশ্যে আসবে।"