শেষ আপডেট: 6th April 2022 06:32
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠল এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় (Maheshtala)। অভিযুক্ত অমিত মণ্ডল পলাতক, পুলিশ তাকে খুঁজছে।
আরও পড়ুন: অনুব্রত ফের সিবিআই এড়ালেন, নিজাম প্যালেসের বদলে গাড়ি ঢুকল এসএসকেএমে
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। অভিযোগ এলাকার কল থেকে জল নেওয়ার সময় স্বপন মণ্ডল নামের এক ব্যক্তির জলের বালতিতে থুথু ছেটায় অমিত। তাই নিয়ে শুরু হয় বচসা। স্বপন মণ্ডলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এরপর ওইদিন রাতেই আবার স্বপন মণ্ডলের শ্যালিকার উপর অমিত চড়াও হয় বলে অভিযোগ। অন্ধকারে তাঁর পথ আটকে মারধর করা হয়, ধারাল অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করার অভিযোগ উঠেছে অমিত মণ্ডলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের খবর, অমিত মণ্ডল কুখ্যাত দুষ্কৃতী। ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে তার নামে। ওই গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হন। তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গৃহবধূর পরিবারের লোকজন অমিত মণ্ডলের বিরুদ্ধে কালিতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছে।