শেষ আপডেট: 29th July 2023 04:04
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের (WB panchayat election) মাস ঘুরতে চললেও এখনও জারি রয়েছে ভোট পরবর্তী হিংসা হানাহানি। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূল থেকে নির্বাচিত প্রার্থীকে কুপিয়ে এবং গুলি করে খুন করলে দুষ্কৃতীরা (Magrahat TMC leader murdered)।
মৃতের নাম মইমুর ঘরামি। ২৩শে পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের টিকিটের লড়ে জিতেছিলেন তিনি। জানা গেছে, শুক্রবার রাতে যখন বাড়ি ফিরছিলেন মইমুর, তখন রাতের অন্ধকারে তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে কয়েকজন দুষ্কৃতী। তাতেও তাদের শান্তি হয়নি। গুলি খাওয়া মইমুরকে একটি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা।
চিৎকার শুনে মইমুরের প্রতিবেশী শাহজাহান মোল্লা নামে একজন ছুটে আসেন। তাঁকেও গুলি করে দুষ্কৃতীরা। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। মইমুর এবং শাহজাহান দুজনকেই উদ্ধার করে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।
ঘটনার খবর পাওয়ার পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছে যান ডায়মন্ড হারবারের এলডিপিও মিতুন দে। তিনি জানিয়েছেন, ঘটনায় বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম উঠে আসছে যাদের মধ্যে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। তারা এলাকায় চুরি-চামারির সঙ্গে যুক্ত। 'প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দুষ্কৃতীদের বাধা দেওয়ার কারণেই শুক্রবার মইমুরের উপর হামলা চালানো হয়। এর মধ্যে একটি জমি জায়গা সংক্রান্ত বিবাদের বিষয়ে উঠে এসেছে,' জানিয়েছেন মিতুন। তবে রাজনৈতিক বিবাদের এই খুন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
‘ইন্ডিয়া’র ২০ সদস্যের প্রতিনিধি দল মণিপুর যাচ্ছেন শনিবার, ঢুকতে দেবে কি ডবল ইঞ্জিন সরকার