শেষ আপডেট: 13th June 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: মদন তামাং হত্যা মামলায় নতুন করে অস্বস্তিতে বিমল গুরুং। মদনের খুনের ঘটনায় ২০১৭ সালে বিমলকে রেহাই দিয়েছিল নিম্ন আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন মদনের স্ত্রী ভারতী তামাং।
ওই মামলাতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত সিবিআইকে অবিলম্বে বিমল গুরুংয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।
২০১০ সালের ২১ মে দার্জিলিঙের ক্লাব সাইট রোডে প্রকাশ্য দিবালোকে খুন হন মদন তামাং। ওই ঘটনায় বিমল গুরুং-সহ ৩০ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছিল।
প্রথমে তদন্তে নামে সিআইডি। পরে শীর্ষ আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিবিআই। সিবিআইও বিমলকে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। তবে উপযুক্ত প্রমাণের অভাবে ২০১৭ সালের ১৭ অক্টোবর নিম্ন আদালত বিমল গুরুংকে খুনের মামলা থেকে রেহাই দিয়েছিল।
নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন নিহতর স্ত্রী। পাশাপাশি সিবিআইয়ের তরফেও রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। ওই মামলাতেই শুক্রবার হাইকোর্ট বিমলের বিরুদ্ধে সিবিআইকে খুনের মামলা রুজু করার নির্দেশ দিয়েছে।