শেষ আপডেট: 20th September 2023 15:04
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের অন্দরে তিনি ‘কালারফুল বয়’ হিসেবেই পরিচিত। ‘ও লাভলী’ খ্যাত কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এবার 'লিভ ইনে'র ব্যাখ্যা দিলেন!
বছর ঘুরলেই লোকসভা ভোট। দিল্লির তখত থেকে বিজেপিকে হঠাতে বিরোধী দলগুলি মিলে গড়েছে 'ইন্ডিয়া' জোট। তৃণমূল, কংগ্রেসের পাশাপাশি ওই জোটে রয়েছে সিপিএমও। 'ইন্ডিয়া' জোটে থাকলেও সমন্বয় কমিটিতে কোনও প্রতিনিধি না রাখার ঘোষণা করেছে সিপিএম। যা নিয়ে জোটের অন্দরেই মত পার্থক্যের পরিবেশ তৈরি হয়েছে।
তৃণমূলের ‘কালারফুল বয়’ এর ব্যাখ্যা, “সিপিএম মানে হল, আমি লিভ ইন করব, তোমায় নিয়ে ফুর্তি করব। তোমায় নিয়ে বিলেত যাব! দরকার হলে বাচ্চাও আসবে, কিন্তু বাচ্চাকে বাপের নাম দেব না!” ‘আমার যেমন বেণি তেমনি রবে, চুল ভিজাব না’ গান আউড়ে মদনের সংযোজন, “সব কিছুতে থাকব। ইন্ডিয়ার খাব, ইন্ডিয়ার পরব, কিন্তু হাঁড়ি ছোঁব না।”
শুধু এখানেই থেমে থাকেননি কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন আরও বলেন, “ওরা বিয়ে বাড়ি হলে যায় না, কারণ উপহার দিতে হবে। কিন্তু শ্রাদ্ধবাড়ি হলে যায়, কারণ কিছু দিতে হবে না। একটা রজনীগন্ধা নিয়ে চলে গেলেই হয়। এটাই ওদের লিভ ইন!”
মদন মিত্রের এমন মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ধেয়ে এসেছে সিপিএম শিবির থেকে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “মদন মিত্র ও লাভলী নিয়ে মেতে আছেন, তাতেই থাকুন। সকাল সাতটায় এক রকম , সন্ধে সাতটায় আর এক রকম! উনি ওই রকমই থাকুন। উনি রাজনীতিতে ফিরলে তখন ওঁর কথার উত্তর দেওয়া যাবে!’
আরও পড়ুন: বর্ধিত বেতন ডিএ মঞ্চকে দেবেন শুভেন্দু, রাজ্যের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি যৌথমঞ্চের