শেষ আপডেট: 20th July 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা পরিস্থিতির জন্য সম্প্রতি পুলিশকেই দায়ী করেছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। বলেছিলেন, 'দুটো জিনিস করতে পারত পুলিশ। আগেভাগে গ্রেফতার করা এবং গোলা, বারুদ, অস্ত্র উদ্ধার করা। এই নিষ্ক্রিয়তা, ব্যর্থতা তো পুলিশের একটা অংশের বটেই।' এবার সেই পথে হাঁটলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
রাজ্যের সাম্প্রতিক হিংসা পরিস্থিতির ঘটনায় পুলিশের (police) ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে পাল্টা প্রশ্ন তোলেন কামারহাটির বিধায়ক (Madan Mitra), “ক্ষমতায় তৃণমূল, সরকার তৃণমূলের, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দফতর তৃণমূলের, তাহলে তৃণমূলের এত মারা যায় কী করে?”
মদনবাবুর এমন প্রতিক্রিয়াকে ঘিরে দলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। একাংশের মতে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটকে ঘিরে রাজ্য জুড়ে ঘটেছে একাধিক হিংসার ঘটনা। তাতে সবচেয়ে বেশি তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই পুলিশের সমালোচনা করে কামারহাটির বিধায়ক সঠিক কাজই করেছেন বলে মনে করছেন তাঁরা। দলের অপর একটি অংশের মতে, পুলিশের সমালোচনা করতে গিয়ে যেভাবে তৃণমূলের সরকারের প্রসঙ্গ টেনে এনেছেন, তাতে পুরো 'সেমসাইড' গোল হয়ে গেছে।
যদিও বিরোধীরা মনে করছে, আসলে সবটাই আইওয়াশ। ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসার ঘটনা থামেনি। তাই দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে পুরো দায় পুলিশের ঘাড়ে চাপিয়ে দিতেই এমন মন্তব্য করেছেন মদনবাবু।
আরও পড়ুন: শুভেন্দুকে কি এবার রাজ্য সভাপতি করবেন মোদী-শাহ, বিজেপিতে সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন