শেষ আপডেট: 13th September 2023 07:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পাগলা কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে হাবড়াবাসীর (Mad Dog attack in Habra)। এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি পাগলা কুকুর (rabid dog)। লোকজনকে যাতায়াত করতে দেখলেই আঁচড়ে কামড়ে মারাত্মক জখম করছে সে। তার আক্রমণে অন্তত ২৫ জন জখম হয়েছেন। পথে তার অতর্কিত হামলা থেকে বাঁচতে এখন লাঠি হাতে নিয়ে রাস্তায় বেরোচ্ছেন মানুষজন।
সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকে হাবড়ার দেশবন্ধু পার্ক, হিজলপুকুর, হাবড়া-১ ও ২ নম্বর গেট, স্টাফ কোয়ার্টার, হাবড়া বাজার ও স্টেশন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় কুকুরটিকে। এমনকী, খ্যাপাটে কুকুরটি রাতে থানাতেও ঢুকে গিয়েছিল। তবে থানার ভিতরেই থাকা অন্য কুকুরদের সঙ্গে মারামারি বেঁধে যায় তার। ফলে তখনকার মতো রণে ভঙ্গ দেয় সারমেয়টি। কিন্তু এই এক রাতের মধ্যেই অন্তত ২৫ জনকে আঁচড়ে কামড়ে মারাত্মক জখম করেছে কুকুরটি।
কুকুরটিকে ধরার জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থার কর্মীদের। যদিও বেশ কিছুক্ষণ পাগল কুকুরটির পিছনে ছোটাছুটি করেও সেটিকে কিছুতেই বাগে আনতে পারেননি তাঁরা। এখনও শহরের মধ্যেই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে সেটি। ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হাবড়া শহর জুড়ে। তার ভয়ে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন লোকজন। তবে নিতান্তই বেরোতে হলে আতঙ্কিত সাধারণ মানুষ লাঠি হাতে পা রাখছেন রাস্তায়।
আরও পড়ুন: অনলাইনে অর্ডার নয়, মায়ের হাতের সুস্বাদু রান্না খেতে দিন বাচ্চাদের! পরামর্শ হাইকোর্টের