শেষ আপডেট: 1st February 2022 05:26
বাজেটের আগে গ্যাসের দামের নয়া তালিকা প্রকাশ, দেখে নিন কোন শহরে কত
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্ম্মলা সীতারমন বাজেট পেশ করার আগে রান্নার গ্যাস সিলিন্ডারের পরিবর্তিত দামের তালিকা প্রকাশ করল অয়েল মার্কেটিং কোম্পানিজ। ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম—দিল্লিতে ৮৯৯.৫০ টাকা, কলকাতায় ৯২৬ টাকা, মুম্বইতে ৯১৫.৫০টাকা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামে অক্টোবর থেকে তেমন বড় কোনও বদল হয়নি। নভেম্বর থেকে পেট্রল-ডিজেলের দামেও স্থিতাবস্থা রয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লিতে ২১১০১টাকা। ডিসেম্বরেও এই দাম ছিল্ল ২২০০টাকার বেশি। ফলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১০০টাকা কমেছে। অনেকের মতে, পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখেই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত। আশঙ্কা, ভোট মিটলে রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলের দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে। যা সামগ্রিক ভাবে মূল্যবৃদ্ধিকে প্রভাবিত করবে।