শেষ আপডেট: 24th November 2022 02:13
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের (mid day meal) নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ নতুন নয়। খিচুড়িতে টিকটিকি থেকে শুরু করে ডিমের ঝোলে আরশোলা অবধি ভাসতে দেখা গেছে। আর এবার মিড ডে মিলে দেওয়া সয়াবিনের তরকারিতে দেখা গেল ভর্তি পোকা। এই অবস্থা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। বাচ্চাদের এটা কেমন খাবার খাওয়ানো হচ্ছে, তা নিয়ে ধুন্ধুমার বাঁধে স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির (Kulpi) দক্ষিণ রাজারামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে (school)।
ঘটনায় অভিভাবকদের অভিযোগের আঙুল উঠছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অন্যদিকে পড়ুয়াদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ হালদারই জোর করেন ওই নিম্নমানের খাবার খাওয়ার জন্য। অভিভাবকরা বলছেন, গত শনিবার থেকে ছোট ছোট পড়ুয়াদের ভাতের সঙ্গে এধরনের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। পোকা ভর্তি সোয়াবিনের তরকারি দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁদের।
মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এধরনের নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে বলেন, প্রতি মাসে প্রধান শিক্ষককে দু'হাজার টাকা করে কাটমানি দিতে হয়। এই অভিযোগ উঠতে আরও তেড়েফুঁড়ে ওঠেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের শাস্তির দাবি তুলে ঘেরাও করা হয়। ঘটনাস্থলে চলে আসে পুলিশও। শুরু হয় অভিভাবক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি। এরপর স্কুল থেকে কোনওরকমে প্রধান শিক্ষককে বের করে নিয়ে যায় পুলিশ।
৩০০ গ্রামেরও বেশি ওজন, মূত্রথলিতে এত বড় পাথর দেখে চমকে গেলেন ডাক্তারবাবুরা