শেষ আপডেট: 14th August 2023 10:58
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রেমিকার বাড়ির পিছন থেকে মিলল 'নিখোঁজ' যুবকের ঝুলন্ত দেহ (Lover dead body Rescued)। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জ থানার দুলালি গ্রাম পঞ্চায়েতের বালাজি পাড়া এলাকায়। এই ঘটনা সামনে আসতেই যুবকের স্ত্রী তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। মৃতের নাম অমিত মণ্ডল (২১)।
পরিবার সূত্রে জানা গেছে, অমিত বিবাহিত হলেও ১৯ বছরের এক প্রতিবেশী তরুণীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে অমিত স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকতেন।
অমিতের স্ত্রী মিঠু মণ্ডল জানিয়েছেন, শনিবার রাতে অমিতের মোবাইলে একটি ফোন এসেছিল। এরপরেই তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে যান। রাতভর বাড়ি ফেরেননি অমিত। স্বামী বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন মিঠু। শ্বশুরবাড়িতে ফোন করলেও আত্মীয়রা তাঁকে স্বামীর খোঁজ দিতে পারেননি।
ওই তরুণী ও তাঁর পরিবারকে চাপ দেওয়া হলে, তাঁরা স্বীকার করেন, যে শনিবার রাতে অমিতকে তাঁরই ফোন করে ডেকেছিলেন। এরপরেই স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন মৃতের স্ত্রী।
গ্রামবাসীরা অভিযুক্ত কলেজ পড়ুয়া ‘প্রেমিকা’র বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠায়।
ওই কলেজ পড়ুয়া সহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। মৃতের স্ত্রীর দাবি, অমিতের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তাই স্বামীকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।
শনিবার বিকেল থেকে অমিতের ফোন পাওয়া যাচ্ছিল না। পরে ওই তরুণীকে জেরা করে অমিতের মোবাইল ফোন তরুণীর বাড়ি থেকেই উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা না খুন সেবিষয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবার দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
আরও পড়ুন: টুম্পাকে গুলি করে খুনে অভিযুক্ত অজয়, মধ্যবিত্ত পরিবারে রিভলবার এল কোথা থেকে