শেষ আপডেট: 12th February 2023 06:32
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বসিরহাটে বধূ খুনের ( Basirhat Wife Murder ) কিনারা করে ফেলল পুলিশ। কুড়ি হাজার টাকা চাওয়ায় প্রেমিকের হাতে খুন হতে হয় তাঁকে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে মাটিয়া থানার পুলিশের কাছে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই প্রেমিককে ( Lover Arrest ) গ্রেফতার করেছে পুলিশ।
মাটিয়া থানা এলাকার রাজেন্দ্রপুর পঞ্চায়েতের চণ্ডীগড় গ্রামে শুক্রবার একটি পুকুর থেকে বছর চল্লিশের বধূ সেলিমা বিবির মৃতদেহ উদ্ধার হয়। ২৪ ঘণ্টা না কাটতেই সেই খুনের কিনারা করল মাটিয়া থানার পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গ্রামেরই বাসিন্দা বছর পঁয়েতাল্লিশের জিয়াদ মোল্লার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল সেলিমার। গত দেড় বছর ধরে তাদের মধ্যে এই সম্পর্ক ছিল।
সেলিমার স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপরেই জিয়াদের সঙ্গে সেলিমার ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। পরকীয়া মজে ছিলেন তারা। সেলিমার বাড়িতে আসা যাওয়া করত জিয়াদ। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। সপ্তাহ খানেক আগে অসুস্থ হয়ে পড়েছিল সেলিমা। চিকিৎসার জন্য জিয়াদের কাছে কুড়ি হাজার টাকা চেয়েছিলেন তিনি।
পার্কসার্কাসের বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলছে ঘরের জানলা-দরজা! নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের
কিন্তু জিয়াদ সে টাকা না দিতে পারায় অশান্তি বেশ চরমে ওঠে। এরপর টাকার জন্য সেলিমা জিয়াদকে চাপ দিতে থাকেন। এমনকী প্রেমিকের বিরুদ্ধে থানায় নালিশ জানানোর হুমকি দেন।
সেলিমার ঔদ্ধ্যত্তে নিজেকে ঠিক রাখতে পারেনি জিয়াদ। সে ফোন করে সেলিমাকে পুকুরের ধারে ডেকে পাঠান। সেখানে ওই বধূ পৌঁছলে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে জিয়াদ। সেলিমার মৃত্যু নিশ্চিত করতে পুকুরে ফেলে দেয়।
শুক্রবার এক চাষি ওই মহিলার মৃতদেহ গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় পুকুরে ভাসতে দেখেন। পুলিশে খবর দেন। শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের জেরায় জিয়াদ স্বীকার করে সেলিমাকে পরিকল্পনা করে খুন করেছে সে। ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল।