শেষ আপডেট: 11th June 2023 03:45
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিবাহিত হওয়ার পাশাপাশি চার সন্তানের বাবাও তিনি! এসবের পরেও এক যুবতীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এক যুবক। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দেন সেই যুবতী। অভিযোগ, এভাবে প্রেমে প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে মেয়েটির বাড়িতে বন্দুক নিয়ে হামলা চালালেন সেই ব্যক্তি। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, এই ঘটনার পর ওই যুবককে ধরে গণধোলাই দেয় স্থানীয় লোকজন ও যুবতীর পরিবার। ল্যাম্পপোস্টের সঙ্গে পিছমোড়া করে বেঁধে রাখে অভিযুক্তকে। অভিযোগ, বছর ১২ আগে বিয়ে হয়ে গিয়েছে ওই যুবকের। বাড়িতে স্ত্রী ও চার সন্তান রয়েছে। তবু ওই যুবতীকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দেন সেই ব্যক্তি। কিন্তু প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দেন সেই যুবতী।
এর পর ওই যুবক তাঁর দু-একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে শনিবার যুবতীর বাড়িতে আচমকা চড়াও হয়। অভিযোগ, পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই যুবকের সঙ্গীরা। কিন্তু বাকিরা পালিয়ে যেতে পারলেও যুবককে ধাওয়া করে ধরে ফেলে স্থানীয়রা ও যুবতীর পরিবারের লোকজন। তারপরেই তাঁকে ল্যাম্পপোস্টে বেঁধে গণধোলাই দেওয়া হয়। পরে ঘটনার কথা জানতে পরে সেখানে যায় ধুলিয়ান থানার পুলিশ। ওই যুবককে জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়।
যুবতীর বাবার অভিযোগ, ' ওই যুবক দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করছিল। বিষয়টি নিয়ে পুলিশে ডায়েরিও করেছিলাম। কিন্তু পুলিশ তাঁকে ধরেও পরে ছেড়ে দেয়। এরপরেই ওই যুবক আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। পুলিশ ওই যুবকের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটত না।' স্থানীয়রাও এমন ঘটনায় হতবাক। তাঁরা ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিউটাউনের পেঁচার মোড়ে ভয়াবহ দুর্ঘটনা! গাড়ি নিয়ে রেষারেষির জের