শেষ আপডেট: 8th February 2023 06:25
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কুয়াশার (fog) দাপটে সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে পরপর ধাক্কা (Lorry collision) মারল লরি। ঘটনায় সাময়িক যান চলাচল ব্যাহত হয় ২ নম্বর জাতীয় সড়কে। পূর্ব বর্ধমানের উল্লাস মোড়ে বুধবার সকালে এই ঘটনা ঘটে।
২ নম্বর জাতীয় সড়ক থেকে বর্ধমান শহরে ঢোকার মুখে উল্লাস মোড়ে সিগন্যালে দাঁড়িয়েছিল পণ্যবাহী একটি লরি। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা ছিল কম। দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে আরেকটি লরি। আবার দ্বিতীয় লরির পিছনে ধাক্কা দেয় তৃতীয় একটি লরি।
সাতসকালে দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। ঘটনাস্থলে পুলিশ এসে ক্রেন দিয়ে লরি সরিয়ে দিলে ফের জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার ভোর থেকেই কুয়াশার চাদরে মুড়ে গেছে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা। কুয়াশার কারণে বিঘ্ন ঘটছে যান চলাচলে। জাতীয় সড়কে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে অধিকাংশ গাড়ি।
ভোরের দিকে ঘন কুয়াশায় এমন দুর্ঘটনার খবরে শহরে আতঙ্ক ছড়ায়। পরে বেলা বাড়লে অবশ্য ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ধনকড় ‘ঝগড়া’ করায় যা পাননি, বিধানসভায় সেই সুবিধা রাজ্যপাল আনন্দ বোসের জন্য