শেষ আপডেট: 13th January 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মিড ডে মিলের (mid day meal) খাবারে ফের মিলল টিকটিকির (lizard) মৃতদেহ। দুদিন আগেই এ রাজ্যের একটি স্কুলে মিড ডে মিলের খিচুড়িতে সাপের মৃতদেহ মিলেছিল। বারবার এমন ঘটনার জেরে বাচ্চা বাচ্চা পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পাঁশকুড়ার মাইসরা এলাকায়।
জানা গেছে, শুক্রবার সকালে প্রতিদিনের মতোই মিড ডে মিলের রান্না করা হয়েছিল মাইসরা এলাকায় শ্যামপুর আইসিডিএস স্কুলে। এদিকে বেলা গড়াতে দেখা যায়, খিচুড়ি ভর্তি একটি বালতির উপরে পড়ে রয়েছে একটি মরা টিকটিকি। এদিকে ততক্ষণে বহু ছোট ছোট স্কুলপড়ুয়া সেই খিচুড়ি খেয়ে ফেলেছে। শ্যামপুর আইসিডিএস কেন্দ্রে যিনি রান্না করেন সেই রোশনারা বিবি বলেন, “কী করে এসব হল বুঝতে পারছি না। আমরাও তো এই খাবার খাই। দেখতে পেলে বাচ্চাদের কখনওই খেতে দিতাম না।”
এদিকে এই খবর পেয়ে ওই আইসিডিএস স্কুলে চলে আসেন অভিভাবক-অভিভাবকরদের। শুরু হয় বিক্ষোভ। তাঁরা অভিযোগ জানান, যেখানে ৯১ জন ছাত্রছাত্রীর রান্না হয় সেখানে কোনও বৈদ্যুতিক ব্যবস্থা নেই। এখনও অন্ধকারে রান্না করা হয়। শুক্রবার সেই রান্নার মধ্যেই টিকটিকি মিলেছে, আর সেটাই বাচ্চাদের খাওয়ানো হয়েছে।
খবর পেয়ে ঘটনার পরপরই গ্রামে পৌঁছয় মেডিকেল টিম। তবে এখনও কোনও ছাত্র-ছাত্রীর অসুস্থতার খবর পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সেই গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। জেলায় জেলায় হামেশাই মিড ডে মিলের খাবার নিয়ে এই একই অভিযোগ ঘিরে প্রশ্ন কিন্তু উঠছেই।
শতাব্দী খাওয়ার ছবি তুললেন, কিন্তু খেলেন না, পাঁঠার মাংস, এঁচোড়ের তরকারি পড়ে রইল