দ্য ওয়াল ব্যুরো: প্রৌঢ়ের লালসার শিকার শিশু! হাওড়ার ডোমজুড়ের ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
জানা গেছে, গত ২২ জুলাই ৭ বছরের ওই শিশুকন্যা বাড়ির বাইরে খেলছিল। সেই সময়ে তাকে চকোলেট দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায় শেখ সালাম নামের ৬৫ বছরের এক প্রৌঢ়। শিশুর পরিবারের দাবি, ওই শিশুকে ধর্ষণ করে শেখ সালাম!
জানা গেছে, শিশুটি অসুস্থ হয়ে পড়ে। জিজ্ঞাসা করে পরিবারের লোকজন জানতে পারেন, শেখ সালাম চকোলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে গিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এর পরেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় বাবা-মা। অভিযুক্তের কাছে কেন এমন করেছে জানতে গেলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
কিন্তু সেই হুমকি এড়িয়ে বাঁকড়া আউটপোস্টে লিখিত অভিযোগ জানান নির্যাতিতার বাবা। ঘটনার কথা জানাজানি হতেই মঙ্গলবার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। শেখ সালামের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়, আসবাব জ্বালিয়ে দেয়।
দেখুন ভিডিও।
https://www.youtube.com/watch?v=E8ZAvYipptE
শেখ সালাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদুলি ও কবজ বিক্রি করত বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয়রা আরও জানিয়েছেন, অনেকেই তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসত। এই ঘটনার পরে সবই বুজরুকি বলে মত স্থানীয়দের। এখন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এলাকাবাসী।
এদিকে পরিস্থিতি আঁচ করে অভিযুক্ত শেখ সালাম ও তার পরিবারের লোকজন এলাকা থেকে পালিয়েছে। ওই পরিবারকে আর সেখানে থাকতে দিতে রাজি নয় স্থানীয়রা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। শেখ সালামেরও খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।