শেষ আপডেট: 18th December 2023 12:32
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শীতের মরশুমে পর্যটকদের জন্য দারুণ খবর। এবার শিলিগুড়িতে নতুন অতিথিদের সঙ্গে সাফারির আনন্দ উপভোগ করা যাবে। নতুন বছরেই বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ। ইতিমধ্যেই ন্যাশনাল জু অথরিটিকে পাঠানো প্রস্তাবে মিলেছে সবুজ সঙ্কেত। ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে দু’টি সিংহ আনা হবে বেঙ্গল সাফারিতে।
সামনের বছরের জানুয়ারির শেষেই সাফারি পার্কে পা রাখবে পশুরাজেরা। এই বিষয়ে রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা জানিয়েছেন, ত্রিপুরা থেকে সিংহ নিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাদের সাফারির জন্য জঙ্গলে ছেড়ে দেওয়া হবে না। কারণ সাফারি পার্কের জঙ্গল আয়তনে বেশ বড়। তাই সিংহের আচরণ বোঝার জন্য বেশ কিছু দিন অতিথিদের নাইট শেল্টারে রাখা হবে।
গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত বন দফতরের দায়িত্ব সামলাচ্ছেন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা। রবিবার তিনি সাফারি পার্ক পরিদর্শনে যান। সেখানে গিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।
মন্ত্রী জানিয়েছেন যে ইতিমধ্যে রবিবার সাফারি পার্কে ওয়েস্টার্ন হুলক গিবন বা উল্লুক নিয়ে আসা হয়েছে। তবে সিংহের মতো তাকেও কয়েকদিন নাইট শেল্টারে রাখার পরই সাফারির জন্য ছাড়া হবে। একইসঙ্গে আগামী ১০-১৫ দিনের মধ্যেই হিমালয়ান ব্ল্যাক বিয়ারের শাবককে এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে। সাফারির জন্য রয়্যাল বেঙ্গল টাইগারগুলিকে ছাড়া হবে বলে জানিয়েছেন রাজ্য জু অথরিটি বোর্ডের সদস্য সৌরভ চৌধুরী।
বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হওয়ার আগেই বেঙ্গল সাফারির রাজস্ব সাত কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। সেই দিকে নজর রেখে পার্কের অ্যাডভেঞ্চারের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে সাফারি কর্তৃপক্ষ। এদিন পর্যটকদের ই-সাইকেলিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।