শেষ আপডেট: 3rd July 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চা বাগান থেকে বেরিয়ে আচমকাই ঘাড়ের উপর ঝাঁপিয়ে পরে মাথায় ও ঘাড়ে আঁচড় মারছিল চিতাবাঘ। এক ঝটকায় চিতাবাঘকে মাটিতে ফেলে দিলেন মহিলা চা শ্রমিক। ভয়ে ফের চা বাগানে পালিয়ে গেল চিতাবাঘ।
বুধবার সকাল দশটা নাগাদ নাগরাকাটা ব্লকের বামনডাঙা চাবাগানে চা পাতা তোলার কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক চা-শ্রমিক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে চাবাগানের ডায়না লাইনের বাসিন্দা ৫০ বছর বয়সীর সাকো খরিয়া অন্যান্য শ্রমিকদের সঙ্গে চাবাগানের ৬ নম্বর সেকশনে পাতা তোলার কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তার মাথায় ও মুখে থাবা বসিয়ে দেয়।
ওই মহিলাও এক ঝটকায় চিতাবাঘটিকে মাটিতে আছড়ে ফেলেন। তাঁর পাশে থাকা শ্রমিকরাও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। চিতাবাঘটি ভয় পেয়ে ফের চাবাগানে ঢুকে পড়ে। আহত সাকো খরিয়াকে বাগানের শ্রমিকরাই উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে সেখানে চলে আসেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার স্বজলকুমার দে। সুলকাপাড়ায় ওই শ্রমিকের প্রাথমিক চিকিৎসা হয়। তারপরেই তাঁকে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।