শেষ আপডেট: 4th September 2023 13:38
দ্য ওয়াল ব্যুরো: লিপ্স অ্যান্ড বাউন্ডসের (leaps and bounds) অফিসের কম্পিউটারে ডাউনলোড করা বিতর্কিত ১৬টি ফাইল নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ইডি সহ কোনও তদন্তকারী সংস্থাই প্রমাণ হিসেবে ওই ফাইলগুলি ব্যবহার করতে পারবে না (ED cant use 16 files)। সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সরাসরি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-র কাছ থেকে ওই ১৬টি ফাইলের তথ্য জানতে চেয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে সিএফএসএল-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
১৬টি ফাইল কীভাবে এল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার (Leaps and Bounds) কম্পিউটারে, লালবাজারের তরফে সেই প্রশ্ন ইডির কাছে জানতে চাওয়া হয়েছিল আগেই। সেই প্রশ্নের উত্তরে ইডি জানিয়েছিল, মিথিলেশ কুমার মিশ্র নামে তাঁদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন সংস্থার কম্পিউটার থেকে। সেসময়ই ডাউনলোড হয়ে যায় ফাইলগুলি।
সেগুলি কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাতে হবে। তারপর বিশেষজ্ঞরা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। সেই রিপোর্টই আদালতে জমা দেবেন দুই অফিসার। তারপর ইডিও রিপোর্ট দেবে। সব খতিয়ে দেখে মামলার রায় ঘোষণা করা হবে।
কিন্তু আজ সোমবার মামলার শুনানিতে ইডির আইনজীবী জানান, ফাইগুলির প্রতিলিপি না নিয়েই চলে আসেন কলকাতা পুলিশের সাইবার শাখার ওই আধিকারিক। তিনি আদালতের নির্দেশ অবমাননা করেছেন বলে জানিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন ইডির আইনজীবী। যদিও রাজ্যের আইনজীবী সাফ জানান, এই দাবি মিথ্যা।
এরপরেই বিচারপতি জানিয়ে দেন, সিএফএসএল মুখবন্ধ খামে করে ফাইলগুলির বিষয়ে তথ্য জমা দেবে আদালতে।
আগামী বুধবার বিকেল সাড়ে ৪টেয় এই মামলার পরবর্তী শুনানি।
যাদবপুরের নিহত ছাত্রের নামেই বগুড়া গ্রামীণ হাসপাতালের নামকরণ, চাকরি হবে মায়েরও