শেষ আপডেট: 27th September 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: লাগাতার বৃষ্টিতে ফের বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা।ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক জায়গায় বিদুৎ নেই। পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। অবিরাম বৃষ্টিতে জল বাড়ছে তিস্তাতেও। তাই তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু হয়েছে।
টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং ও কালিম্পঙে। সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তাবাজার, সেবক, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে নতুন করে ধস নামে দার্জিলিঙের মিরিক ও ঘুমে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানিঘাটা রোডও ধসের জেরে বিপর্যস্ত। রাস্তার একাংশ দিয়ে গাড়ি চলাচল করছে। বৃহস্পতিবারও ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে ধস নামে। ফলে শিলিগুড়ি এবং গ্যাংটকের মধ্যে সংযোগরক্ষাকারী রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়। এই বর্ষার মরশুমে মোট ন'বার ধস নামল দার্জিলিং পাহাড়ে।