শেষ আপডেট: 6th November 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন চালু হয়েছে অনেক আগেই। এবার সুরক্ষার কথা মাথায় রেখেই মহিলাদের জন্য চালু হতে চলেছে লেডিস স্পেশাল বাস। পুজোর আগে পরিষেবা চালুর কথা থাকলেও তা হয়ে ওঠেনি। শীঘ্রই উত্তরবঙ্গের মহিলারা সেই বিশেষ পরিষেবা পেতে চলেছেন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, মহিলাদের জন্য এমন উদ্যোগ এই প্রথম। সবকিছু ঠিক থাকলে উত্তরবঙ্গের দুটি আসন সিতাই এবং মাদারিহাটে উপনির্বাচন শেষ হওয়ার পরই ওই বাস কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে চলাচল শুরু করবে। নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকেই বাস চালু হয়ে যাবে।
দুটি বাস ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সামনে গোলাপি রং দিয়ে লেখা থাকছে লেডিস স্পেশাল বাস। ইতিমধ্যে কাজের জন্য ১১ জন মহিলা কন্ডাক্টরকে বেছে নেওয়া হয়েছে।
পরবর্তীকালে বাসে মহিলা চালক নিয়োগেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুরক্ষার কথা ভেবে সিসি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থা থাকবে।
পরবর্তীতে কোচবিহার শিলিগুড়ি ও কোচবিহার-দিনহাটা রুটেও এই ধরনের বাস চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে খবর। বাসগুলি মূলত অফিস টাইমে চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
এমনিতে যাত্রীবাহী বাসে পুরুষ ও মহিলাদের একসঙ্গে যেতে হয়। সেক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়তে হয় মহিলাদের। উঠে আসে বিভিন্ন অভিযোগ। এবার তা থেকে শিক্ষা নিয়েই মহিলাদের জন্য বড় উদ্যোগ এনবিএসটিসির।