শেষ আপডেট: 11th April 2023 14:16
দ্য ওয়াল ব্যুরো: অয়ন শীলকে (Ayan Shil) আদালতে পেশ করে মঙ্গলবার বিস্ফোরক দাবি করল ইডি (Enforcement Directorate)। এনফোর্স ডিরেক্টরেট স্পষ্ট বলেছে, নিয়োগ দুর্নীতি টাকা পয়সা লেনদেনের ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অয়ন শীলের মধ্যে সেতু বন্ধনের কাজ করতেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)।
সেইসঙ্গে ইডি এদিন নথি পেশ করে অয়নের ছেলে অভিষেক শীল ও তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নামে একটি পার্টনারশিপ ফার্মের কথাও উল্লেখ করেছে। কেন্দ্রীয় এজেন্সি বলেছে, ওই ফার্মের নাম ‘মেসার্স ফসিলস।’ সেইসঙ্গে ইডি এও বলে, ইমন গঙ্গোপাধ্যায়ের বাবা বিভাস গঙ্গোপাধ্যায় নগরোন্নয়ন দফতরের একজন জয়েন্ট ডিরেক্টর। তাঁর কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইডির আইনজীবী।
এখানে বলে রাখা ভাল, অয়নের ছেলে অভিষেক ও ইমনের উত্তরপাড়ার ফ্ল্যাটে একবার ইডি হানাও দিয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ওই মেসার্স ফসিলসের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা এদিক-ওদিক করা হয়েছে।
ইডির আইনজীবী ফিরোজ এডুলজি এদিন জানিয়েছেন, অয়নের স্ত্রী কাকলি শীল, বান্ধবী শ্বেতা চক্রবর্তী এবং ছেলে অভিষেককে চলতি সপ্তাহেই ডেকে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মেসার্স ফসিলসের বিষয়ে জানতে চান তদন্তকারীরা।
অয়ন শীলের আইনজীবীরা অবশ্য এদিন বিভাস গঙ্গোপাধ্যায়ের নামে আপত্তি জানিয়েছেন। তাঁরা বলেন, বিভাসের মেয়ের নাম সংস্থায় রয়েছে। তারজন্য বাবার নাম জড়ানো ঠিক নয়। তাঁরা এও বলেন, মেসার্স ফসিলস সংস্থার নামে একটি পেট্রোল পাম্প রয়েছে। তা ছাড়া অন্যভাবে এই সংস্থাকে ব্যবহার করা হয়নি।
আবার অনেকে বলছেন, যেহেতু পুর দফতরে নিয়োগে দুর্নীতির সঙ্গে অয়নের যোগের নথি মিলেছে সেই দিক থেকে বিভাসের নাম তাৎপর্যপূর্ণ।
এদিন ইডি এও দাবি করে, শুধু ২০১৪ নয়। ২০১২ সালের টেট পরীক্ষাতেও দুর্নীতি হয়েছিল, টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল। এখানে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, ২০১২ সালে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন না। সেই সময়ে শিক্ষা দফতরের দায়িত্বে ছিলেন আজকের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজভবনের ভিতরটা কেমন দেখতে? নববর্ষের দিন থেকেই সাধারণ মানুষ ঢুকতে পারবেন অন্দরে