শেষ আপডেট: 7th September 2023 14:02
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এই মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত (Kuntal Ghosh Letter Case) বিষয়ে সিবিআইয়ের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানায়, তারা এই মামলায় নিম্ন আদালতের নির্দেশের ওপর হস্তক্ষেপ করবে না।
বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানাকে চিঠি লিখে জানিয়েছিলেন, হেফাজতে তাঁর ওপর অত্যাচার করা হয়েছে। কিন্তু কুন্তলের এই দাবি মিথ্যে প্রমাণ করতে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিবিআইকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেন। সেই মামলা পরে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলেও নির্দেশ অপরিবর্তিত থাকে।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তাদের যুক্তি, হাইকোর্টের নির্দেশে ওই চিঠির তদন্ত চলছে। এই তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। নিম্ন আদালতের নতুন নির্দেশ বিভ্রান্তির সৃষ্টি করবে। কিন্তু শীর্ষ আদালত সিবিআইয়ের আবেদন খারিজ করে দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, সিবিআইয়ের আবেদন গ্রহণযোগ্য নয়। ফলে পুলিশ ও সিবিআই যৌথ তদন্তের নির্দেশ বহাল রইল।
আরও পড়ুন: মন্ত্রিসভার রদবদলের প্রস্তাব দিয়ে রাজ্যপালকে চিঠি মমতার, আনন্দ বোস সই করেননি