শেষ আপডেট: 21st September 2023 08:55
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিশ্বকর্মা পুজোর দিন তাঁর বাহন হাতির পুজো করা হল গরুমারা জাতীয় উদ্যানে। সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ধুপঝোরা বিট অফিসের গাছবাড়িতে আয়োজন করা হয়েছিল হাতিপুজোর (Kunki hati pujo in dooars)।
কুনকি হাতিগুলিকে মূর্তি নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে, নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।
এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝোড়ার মতো অভয়ারণ্যগুলিতে। বিশ্বকর্মার বাহনের পুজো দেখতে পিলখানায় ভিড় জমিয়েছিলেন আশেপাশে গ্রামের মানুষজনও।
আরও পড়ুন: বাঁকুড়াতে পাওয়া যাচ্ছে রসালো জাম্বো জিলিপি! দেখুন ভিডিও