শেষ আপডেট: 17th September 2023 10:04
দ্য ওয়াল ব্যুরো: অনলাইনের যুগে অধিকাংশ মানুষই মোবাইল নির্ভর। কেনাকাটা থেকে ব্যাঙ্কের লেনদেন সবই সারেন অনলাইনে। আর সেই সুযোগে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে মুহুর্তে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। আধার প্রতারণা ঠেকাতে তাই নয়া নির্দেশিকা সামনে এনেছে কলকাতা পুলিশ (Kolkata Police New Guidelines to Prevent Aadhaar Fraud)।
আধার প্রতারণা ঠেকাতে তথ্য লকের পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। কারণ, বিভিন্ন ওয়েবসাইট থেকে আধার নম্বর, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চুরি করে চলছে প্রতারণা। ওয়াকিবহাল মহলের মতে, কীভাবে আধার লক করতে হবে, এবিষয়ে সিংহভাগ মানুষেরই সম্যক ধারণা নেই। আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন প্রতারকেরা। সেকারণে এবার এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের পরামর্শ, প্রথমে মোবাইলে এম আধার অ্যাপ ডাউনলোড করতে হবে। ওটিপি দিয়ে সংশ্লিষ্ট অ্যাপে প্রবেশ করুন। সেখানে মাই আধার অপশনে গিয়ে বায়োমেট্রিক ডিটেলস ব্লক করুন। এভাবেই নিজের আধার সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্তারা।
পুলিশের এক কর্তার কথায়, “এভাবে নিজের আধারকে সুরক্ষিত রাখুন। যখন বায়োমেট্রিক ডিটেলসের প্রয়োজন হবে, তখন কিছুক্ষণের জন্য সেটি আনলক করা যেতে পারে। এরপর পুনরায় বায়োমেট্রিক তথ্য লক করে দিতে হবে।”
একই সঙ্গে কলকাতা পুলিশের পরামর্শ, টাকা খোয়া গেলে যত দ্রুত সম্ভব নিজের ব্যাঙ্কের শাখায় যান। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশে অভিযোগ জানান। হ্যাকারের অবস্থান জানতে এটিএমে গিয়ে মিনি স্টেটমেন্ট বের করুন। তবে অ্যাপসের মাধ্যমে প্রতারণা হলে অবস্থান জানা যাবে না। কেওয়াইসি দেওয়ার সময় আধার নম্বর ‘মাস্ক’ করে দিতে হবে। যাতে শুধুমাত্র আধার নম্বরের শেষ চারটি নম্বর দেখা যায়। বায়োমেট্রিক দেওয়ার সময় ভেজা বা তৈলাক্ত অবস্থায় আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্তারা।
আরও পড়ুন: বুক ফুঁড়ে শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল বাঁশের কঞ্চি! কিশোরকে নতুন জীবন দিলেন দুর্গাপুরের ডাক্তাররা