শেষ আপডেট: 10th July 2023 14:59
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ডানলপের সোনালী প্রেক্ষাগৃহের সামনে কাগজ কুড়োতে দেখেছেন অনেকেই। পথচলতি মানুষজন এড়িয়েই যেতেন তাঁকে। অন্যান্য অনামী ফুটপাতবাসীদের মতোই ঝর্নারও হয়তো বাকি জীবনটা কেটে যেত এভাবেই যদি না কলকাতা পুলিশের কর্মী বাপন দাসের ভিডিওয় (Kolkata police employee post helped to reunite mother son) দেখা যেত তাঁকে। এই ভিডিওর দৌলতেই ৭ বছর পর ফের ছেলেকে ফিরে পেলেন মা।
সেই তালিকায় ছিলেন ঝর্নার ছেলে নীহালও। ভিডিও দেখতে দেখতে হঠাৎ মাকে দেখতে পেয়েই চমকে ওঠেন নীহাল। যোগাযোগ করেন বাপনের সঙ্গে। এরপরই প্রায় সাত বছর ধরে নিখোঁজ মা-কে খুঁজে পেলেন নীহাল। ছেলেকে ফিরে পেয়ে হাউহাউ করে কাঁদছেন মা-ও। মা-ছেলের এই পুনর্মিলন দেখে আবেগপ্রবণ সংলগ্ন অঞ্চলের দোকানিরাও যারা এত বছর ধরে রোজ দেখছেন ঝর্নাকে।
মা-ছেলের মিলনের নেপথ্য নায়ক বাপন জানান, 'ভাল লাগছে মা ছেলের মিল করাতে পেরে।' প্রসঙ্গত, এর আগেও যে একাধিক হারানো ব্যক্তিকে তিনি পৌঁছে দিয়েছেন পরিবারের কাছে তাও জানা গেল বাপনের কথা প্রসঙ্গেই। 'রিলস' ভিডিও বানালেও কর্তব্যে যে ত্রুটি নেই বাপনের তা স্পষ্ট এই ঘটনায়।
‘ভোটই তো হয়নি, পুনর্নির্বাচন হবে না!’, ১৭৫ কিমি উজিয়ে কমিশনের দ্বারস্থ মুর্শিদাবাদের বাম প্রার্থীরা