শেষ আপডেট: 24th September 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো: শনিবারের পর রবিবার। পরপর দুদিন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর খবর মিলল কলকাতার দুই বাসিন্দার (Kolkata dengue death)। শনিবার বিজয়গড় এলাকায় ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। এবার দক্ষিণ দমদমের বাসিন্দা ৫৩ বছর বয়সি এক মহিলার প্রাণ কাড়ল মশাবাহিত এই রোগ। যদিও প্রৌঢ়ার মৃত্যু হয়েছে আরও আগে, বৃহস্পতিবার। তবে ডেথ সার্টিফিকেট সামনে এসেছে সম্প্রতি, যাতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
রাজ্যজুড়েই ডেঙ্গি আক্রান্তের এবং মৃতের সংখ্যা লাফ দিয়ে বাড়ছে। শহরের তুলনায় গ্রামে আক্রান্তের সংখ্যা বেশি। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে মাত্র তিনজনের মৃত্যু হয়েছে। কিন্তু অসমর্থিত সূত্রের খবর, শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভা এলাকাতেই ডেঙ্গি অন্তত সাত জনের প্রাণ কেড়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান ডেঙ্গির হটস্পট হয়ে উঠেছে। দুটি জেলাতেই অজস্র মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও মালদহ জেলাতেও ডেঙ্গিতে রোজ বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন বলে খবর।
ডেঙ্গির নয়া হটস্পট হয়ে উঠেছে হুগলি জেলা (Hoogly dengue hotspot)। উত্তরপাড়া, শ্রীরামপুর, পান্ডুয়া, বলাগড় এবং চণ্ডীতলাকে ইতিমধ্যেই ডেঙ্গির রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত ১৫০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন বলে খবর। বেসরকারি হাসপাতালেও সেই সংখ্যাটা ১০০ ছুঁইছুঁই। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র হুগলিতেই এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজারেরও বেশি। সব মিলিয়েই পরিস্থিতি প্রত্যেক দিনই উদ্বেগজনক হয়ে উঠছে।
চোপড়ায় আধার-ব্যাঙ্ক প্রতারণার হাব! ইসলামপুর পুলিশের হাতে এল বড় সাফল্য