শেষ আপডেট: 5th July 2022 05:47
দ্য ওয়াল ব্যুরো: রমরমিয়ে চলছিল বাইক চুরি। বেশ কয়েকদিন ধরে খড়দহ থানার অন্তর্গত পানিহাটি,এইচ বি টাউন,আগরপাড়ার বিভিন্ন অঞ্চলে একের পর এক বাইক চুরি ও ছিনতাইয়ের খবর শোনা যাচ্ছিল। অভিযোগও জমা পড়ছিল একের পর এক। তদন্তে নেমে পাচারচক্রের মূল পান্ডার হদিশ পায় পুলিশ। তদন্তকারীদের পাতা ফাঁদে ধরা পড়ে পাচারচক্রের মাথা সহ দু'জন।
সাব ইন্সপেক্টর অমরনাথ বিশ্বাসের নেতৃত্বে ৬ জনের একটি দল তদন্ত শুরু করে। পুলিশ জানাচ্ছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে, এই চক্রের পাণ্ডারা কলকাতায় আছে৷ সেই মতো সোমবার গভীর রাতে কলকাতার লেদারহাট কমপ্লেক্স থানার একটি এলাকায় অভিযান চালায় পুলিশ৷ সেখান থেকে আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের মূল পান্ডা সারফারাজ সহ দুজনকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয়৷ পাচারকারীদের কাছ থেকে পাঁচটি বাইক উদ্ধার করা গেছে. প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, ওই চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে। ধৃত পাচারকারীদের সঙ্গে আরও বড় কোনও চক্রের যোগ ছিল কিনা তা খতিয়ে দেখচে পুলিশ।