শেষ আপডেট: 10th April 2022 07:30
দ্য ওয়াল ব্যুরো: খড়গপুরে (Kharagpur) নিজের ছোড়া বোমা ফেটে গুরুতর জখম হল এক দুষ্কৃতী। জানা গেছে মদের দোকানের সামনে বকেয়া দাম মেটানো নিয়ে বচসায় জড়িয়ে পড়ে ওই দুষ্কৃতী। কথা কাটাকাটি যখন চলছে, তখন হঠাৎই দেখা যায় ব্যাগ থেকে বোম বের করেছে সে।
আরও পড়ুন: নদিয়ায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে! রাতারাতি দাহও হয়েছে দেহ
ঘটনাটি ঘটেছে খড়গপুরের ঘোলগেড়িয়া গ্রামে। আহত ওই দুষ্কৃতীর নাম তুলসী মহাপাত্র। স্থানীয়দের দাবি, মদের দোকানের সামনে গতকাল রাতে ঝামেলা হচ্ছিল। তুলসী মদের দাম মেটানো নিয়ে দোকানের মালিকের সঙ্গে গোলমাল করছিল বলে অভিযোগ। তারপর আচমকা ব্যাগ থেকে বোমা বের করে ছুড়তে যায়। তা হাত ফসকে তার নিজের পায়ের কাছেই ফেটে যায়। জখম হয় তুলসী মহাপাত্র।
এদিকে পুলিশ অবশ্য বোমার তত্ত্ব খারিজ করে দিয়েছে। তাদের দাবি, বোমা নয় বাজি ফেটে জখম হয়েছে ওই দুষ্কৃতী। আপাতত সে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে।