শেষ আপডেট: 29th March 2022 10:04
দ্য ওয়াল ব্যুরো: অফলাইনে নয়, অনলাইনেই পরীক্ষা দিতে চান, আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) প্রায় ৯৮ শতাংশ পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে এমনই খবর। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ৯৭.৮৯ শতাংশ পড়ুয়াই তাঁদের শেষ সেমেস্টারের পরীক্ষা অনলাইনে দিতে চান।
উল্লেখ্য, আগের সপ্তাহেই খড়্গপুর আইআইটি-র (IIT Kharagpur) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় শুধুমাত্র স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়া ছাড়া বাকিরা কীভাবে পরীক্ষা দিয়ে চায় তা জানাতে। তাতেই দেখা গেছে, শেষ সেমিস্টারের প্রায় সব পড়ুয়াই অনলাইনের পক্ষে সওয়াল করেন। ৮ হাজার ৬৯ জন পড়ুয়ার মধ্যে ৭ হাজার ৮৯৯ জনই অনলাইনে পরীক্ষা দেবে বলে জানান।
গত ২১ মার্চ আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) ডিরেক্টরের সঙ্গে পড়ুয়াদের আলোচনার পরই পরীক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের অনলাইন-অফলাইন দুটি অপশনই রাখা হয়। প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছিল পড়ুয়ারা যেন ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসে আসে, যাতে এপ্রিলে শেষ সেমেস্টারের পরীক্ষা অফলাইনে দিতে পারে। কিন্তু, অনেকেই এই প্রস্তাবে রাজি ছিল না।
তখনই তাঁদের পছন্দ জানতে চাওয়া হয়। সেখানেই অনলাইন প্রক্রিয়াই বেছে নেন পড়ুয়া। তবে এই পদ্ধতিতে পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। কারণ তাঁদের মতে, এইভাবে পরীক্ষায় সঠিক পর্যবেক্ষণ করা যায় না। ফলে সঠিক মূল্যায়নের খামতি থেকে যায়। শিক্ষক-শিক্ষিকারা চেয়েছিলেন, খাতায় কলমেই পরীক্ষা হোক।
এপ্রিল মাসের ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। এখন এটাই দেখার কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেন।
শহরের মাত্র ৮-১০ শতাংশ ই-বর্জ্য সঠিক পদ্ধতিতে নিষ্কাশন হয়! বাকি?