শেষ আপডেট: 26th September 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুল যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্কুল পড়ুয়ার। দুর্ঘটনায় জখম আরও এক পড়ুয়া। খণ্ডঘোষ থানার (Khandaghosh Accident) মেটেডাঙা এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম সেখ সামিম আক্তার (১৪)। আহত ছাত্রীর নাম নাজিমা পারভিন। সম্পর্কে তারা খুড়তুতো ভাইবোন। সামিম ক্লাস এইটের ছাত্র। আর নাজিমা পড়ে ক্লাস সেভেনে।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বর্ধমান-বাঁকুড়া রোড অবরোধ করে। এলাকায় উত্তেজনা ছড়ায়। খানিকক্ষণ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা। যে পরিবারে এই দুর্ঘটনা ঘটেছে সেই পরিবারের কর্তা শেখ কলিমুদ্দিন জানান, বাড়ি থেকে মাত্র আধ কিলোমিটার দূরে স্কুল। প্রতিদিনের মতো হেঁটেই যাচ্ছিল ওরা। আচমকাই একটা বেপরোয়া গাড়ি ওদের ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায়। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: 'দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন', হকের টাকা ফেরত চাইতে বঞ্চিতদের চিঠি সংগ্রহে তৃণমূল