শেষ আপডেট: 5th August 2022 09:39
দ্য ওয়াল ব্যুরো: ‘রাস্তা বন্ধ, রাষ্ট্র মেরামতের কাজ চলছে।’ বছর দুয়েক আগে বাংলাদেশের এমনই পোস্টার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক দুর্ঘটনা ঘটায় রাস্তাঘাট সংস্কারের দাবিতে পথে নেমেছিল পড়শি দেশের পড়ুয়ারা (Students)। এবার তেমনই আন্দোলনের ছায়া দেখা গেল পূর্ব বর্ধমানের কেতুগ্রামে (Ketugram)। কেতুগ্রাম ২ ব্লকের চরখি থেকে বিল্বেশ্বর যাওয়ার রাস্তার বেহাল দশা বর্ষায়। সাইকেল চালিয়ে যাওয়া দূরের কথা, কাদা পেরিয়ে হেঁটে যাওয়াই কঠিন হয়ে পড়েছে পড়ুয়াদের। বারবার বলেও কোনও সুরাহা হয়নি, তাই ছাত্রছাত্রীরাই শেষে পথে নামল (Road Block)।
গতকাল, বৃহস্পতিবার কেতুগ্রামে ব্যানার, পোস্টার হাতে পথ অবরোধে নামে স্কুল পড়ুয়ারা। সকাল সাড়ে দশটা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলে অবরোধ। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় স্টেট হাইওয়েতে। অ্যাম্বুল্যান্স অবশ্য ছেড়ে দেওয়া হয় তৎপরতার সঙ্গে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসে পুলিশ, কিন্তু পুলিশের কথা শুনতে তারা রাজি হয়নি।
শেষমেশ বেলার দিকে খোদ বিডিও এসে পৌঁছন অবরোধের মাঝে। তিনি বোঝানোর চেষ্টা করলে তাঁকেও ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। শেষে বিডিও আশ্বাস দেন, ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। এর পরে ওঠে অবরোধ। তবে আশ্বাস অনুযায়ী কাজ না হলে ফের একই কাণ্ড ঘটবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ছাত্রদল।
স্থানীয় সূত্রের খবর, চরখি থেকে বিল্বেশ্বর পর্যন্ত ওই রাস্তাটি আসলে অজয় নদের বাঁধের উপর নির্মিত। ওই রাস্তা দিয়েই চলাফেরা করেন এলাকাবাসী। বিল্বেশ্বর গ্রামের মানুষদের ওই পথ দিয়েই যাতায়াত করতে হয় একাধিক স্কুল, কলেজ, হাসপাতাল, পোস্টঅফিসে যাওয়ার জন্য। হাজার চারেক মানুষের জরুরি যাতায়াতের রাস্তা ওই একটিই রয়েছে। আশপাশের মানুষজনও চলাফেরা করেন সেখান দিয়ে।
অভিযোগ, দীর্ঘকাল ধরেই এই রাস্তায় কোনও সংস্কারের কাজ হয়নি। বারবার প্রশাসনের কাছে দরবার করেও লাভ হয়নি। বৃষ্টি হলেই রাস্তার এমন অবস্থা হয়, সাধারণ মানুষ পড়েন বিপদে। বিশেষ করে যে ছাত্রছাত্রীদের রোজ স্কুল যেতে হয় ওই রাস্তা দিয়ে, তারা যেতেই পারছে না। এই কারণেই বিল্বেশ্বর বাসস্ট্যান্ডে অবরোধ করতে বসে পড়ে ছাত্রছাত্রীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। অভিভাবকদের অনেকেও যোগ দেন বিক্ষোভে।
‘সিনেমা হলে লুঙ্গি পরে ঢোকা যাবে না কেন?’ বাংলাদেশের ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া