শেষ আপডেট: 9th April 2023 12:45
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এবার ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে (Bomb Recovery) ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হল কেতুগ্রামে (Ketugram)।
গোপন সূত্রে খবর পেয়ে, গত ৫ এপ্রিল কেতুগ্রামের আনখোনা গ্রামের বাসিন্দা কালু সেখকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছিল পুলিশ। এরপর ধৃত কালুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে কেতুগ্রাম থানার আনখোনা গ্রামের দিঘির পাড়ে নাইলনের একটি ব্যাগে বোমা লুকিয়ে রেখেছে। রবিবার সেই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান ওই ব্যাগে দশটা বোমা রাখা আছে।
এর পরেই ওই বোমা উদ্ধার নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, সিপিএম এলাকায় অশান্তি ছড়াতেই বোমা মজুত করেছিল। কালু সেখ সিপিএমের মদতপুষ্ট দুষ্কৃতী। এলাকায় নানান দুষ্কর্মের সঙ্গে সে জড়িত।
যদিও সিপিএমের এরিয়া কমিটির নেতা মিজানুল কবির ধীরাজের দাবি, কালু সেখ সিপিএমের একজন দক্ষ সংগঠক। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল তাঁর বিরুদ্ধে মিথ্যে ঘটনা সাজিয়েছে।
এদিকে বোমা উদ্ধার ঘিরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। বোমাগুলোকে নিষ্ক্রিয় করতে দুর্গাপুর বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
মাথায় নেই হেলমেট, ট্রাফিক আইন ভেঙে স্কুটি চালাচ্ছেন দুই মহিলা পুলিশ, ভাইরাল ছবি