শেষ আপডেট: 21st September 2023 15:22
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুলের ভিতর ছাত্রীদের রিলস বানাচ্ছিল এক ছাত্র। প্রধান শিক্ষক দেখতে পেয়ে তার প্রতিবাদ করেছিলেন। এরপরেই ওই শিক্ষকের উপর লাঠি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠল এক ছাত্র ও তাঁর বাবার বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে কাটোয়ায়।
কাটোয়া (Katwa School) ২ নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ওকরসা উচ্চ বিদ্যালয়। অভিযোগ, ক্লাসরুমে ছাত্রীদের ছবি তুলে রিলস তৈরি করছিল স্কুলেরই দ্বাদশ শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার স্কুল চলাকালীন অভিযুক্ত ছাত্র ও তার বাবা দলবল নিয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হয় বলে অভিযোগ। স্কুলের ক্লার্ক ও অন্যান্য শিক্ষকরা এসে প্রধান শিক্ষককে বাঁচান। থানায় এই ঘটনার খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত ছাত্র ও তার বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।
এর ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকারা এক জোট হয়ে স্কুলের প্রত্যেকটি ক্লাস রুমে গিয়ে ছাত্র ছাত্রীদের মোবাইল নিয়ে স্কুলে আসা নিষিদ্ধ করেন।
আরও পড়ুন: নদীতে জাল ফেলতেই উঠল মদের বোতল! সেই মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ বন্ধু