শেষ আপডেট: 2nd June 2022 07:56
দ্য ওয়াল ব্যুরো: তিন দিনে দুই হামলায় প্রাণ গেল দু'জন সংখ্যালঘুর। কাশ্মীরে (Kashmir) সংখ্যালঘুদের উপর জঙ্গিদের হামলা দিন দিন বাড়ছে। দু'দিন আগেই উপত্যকার এক হিন্দু শিক্ষিকাকে গুলি করে খুন করা হয়েছিল। এবার জঙ্গিদের 'টার্গেট' হলেন এক ব্যাঙ্ক ম্যানেজার।
আরও পড়ুন: সিবিআই দফতরে ববিতা, তাঁর মামলাতেই চাকরি গিয়েছে মন্ত্রীর মেয়ের
মৃতের নাম বিজয় কুমার। তিনি রাজস্থানের বাসিন্দা। জম্মু ও কাশ্মীরের (Kashmir) এলাকাহি দেহাতি ব্যাঙ্কে চাকরি করতেন তিনি। কুলগমেই ব্যাঙ্কে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে বিজয় কুমারের।
রাজস্থানের হনুমানগড়ে বাড়ি বিজয়ের। সদ্য তিনি কুলগমে পোস্টিং পেয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। এই জঘন্য হামলার পিছনে যারা আছে তাদের খোঁজে তল্লাশি চলছে (Kashmir)।
মাত্র দু'দিন আগে এই কুলগমের একটি স্কুলের সামনেই অনুরূপ হামলা চালিয়েছিল উপত্যকার জঙ্গিরা। রজনী বালা নামের এক হিন্দু স্কুল শিক্ষিকাকে হুলি করে খুন করেছিল তারা। এরপর জঙ্গি হামলায় মারা গেলেন ব্যাঙ্ক ম্যানেজার।