শেষ আপডেট: 20th May 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রমের বহরমপুরের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার আরও বড় অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিষ্ণুপুরের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "আমি ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয়। আমি নির্দিষ্ট করে দু’একজনের কথা বলেছি। তার মধ্যে একজন হলেন ওই কার্তিক মহারাজ। আমিও খবর রাখি।"
কী সেই 'খবর' এরপরই তা 'ফাঁস' করেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ভোটের ২দিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন এই কার্তিক মহারাজ।"
ভোটের দু'দিন আগে মুর্শিদাবাদে তৈরি হওয়া দাঙ্গা পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি কার্তিক মহারাজের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "রেজিনগরে যেখানে দাঙ্গা হয়েছিল, সেখানেই ওনার আশ্রম। ওখানে কিছু ছানার ব্যবসায়ীকে উনি খেপিয়েছিলেন। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলি, আপনি বিজেপি করুন। বুকে ব্যাচ লাগিয়ে করুন, লুকিয়ে লুকিয়ে কেন?"
এরপরই জনতার উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, "আপনারা কী মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত?" জবাবও দিয়েছেন, "বাংলায় আমি অশান্তি পাকাতে দেব না।"
মমতা এও বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কেন হব? এই তো সেদিনও এক মহারাজ অসুস্থ হয়েছিলেন। আমি গিয়েছি। ওঁদের সঙ্গে আমার সম্পর্ক ভাল। বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি। সারদা মায়ের বাড়ি আমি রক্ষা করেছি। ভগিনী নিবেদিতার বাড়ি আমি বাঁচিয়েছি। কিন্তু সবাই একরকম নয়। আমি সেটাই বলেছি।"
গত শনিবার আরামবাগের নির্বাচনী সভা থেকে কার্তিক মহারাজের নামোল্লেখ করে মমতা বলেছিলেন, "কিছু সন্ন্য়াসী পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন।" রবিবার পুরুলিয়া এবং বিষ্ণুপুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এমনকী মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজও। সোমবার বিষ্ণুপুরের মঞ্চ থেকে যার জবাব দিলেন তৃণমূল নেত্রী।