শেষ আপডেট: 5th September 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে বুধবার রাতে একঘণ্টা আলো নিভিয়ে মানববন্ধনের ডাক দিয়েছিলেন ডাক্তাররা। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ সাড়া দিয়েছিলেন সেই আবেদনে। রাত ৯টায় জলপাইগুড়ি নাগরিক সংসদ সমাজপাড়া মোড়ে জমায়েতের ডাক দিয়েছিলেন। অবস্থান মঞ্চে সামিল হবার জন্য সংসদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল জলপাইগুড়ি জেলার দুই পদ্মশ্রী সম্মানপ্রাপক করিমুল হক ও মঙ্গলাকান্ত রায়কে।
ডাক ফেরাতে পারেননি ১০২ বছরের বৃদ্ধ মঙ্গলাকান্ত রায়। অশক্ত শরীরেই বাড়ি থেকে বেরিয়ে এসে ধর্নায় সামিল হন প্রবীণ শিল্পী। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ধওলাগুড়ি। সেখানেই ঘর সারিন্দাবাদক মঙ্গলাকান্তের। স্ত্রী চম্পা রায়কে নিয়ে অতি কষ্টে চলে সংসার। সন্তানরা থাকলেও তাঁদের থেকে দূরে থাকতেই স্বচ্ছন্দ বোধ করেন শিল্পী।
গত বছর ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে মঙ্গলাকান্তকে পদ্ম সম্মানে ভূষিত করেছিল কেন্দ্রীয় সরকার। তার আগে ২০১৭ সালে তাঁকে 'বঙ্গরত্ন' সম্মানে ভূষিত করেছিল রাজ্য। যৌবনে বাংলাদেশের শিল্পী ধুমাকান্ত রায়ের কাছ থেকে সারিন্দা বাজানোর তালিম নিয়েছিলেন মঙ্গলা। ধুমাকান্তের কাছ থেকে সারিন্দা কিনে বাজাতে শুরু করেন। সেই সুরেই এখনও ডুবে থাকেন। এদিন জমায়েতে এসে বললেন, "কলকাতায় একজন ডাক্তারকে যে ভাবে মারা হল তার বিচার চাইছি। তাই ওরা বলার পরে আর না করিনি। চলে এসেছি।" উদ্যোক্তাদের আহ্বানে পদ্মশ্রী সমাজসেবী করিমুল হকও যোগ দিয়েছিলেন প্রতিবাদ সভায়।