শেষ আপডেট: 6th December 2022 13:57
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কের(Bengal Safari Park) বাসিন্দা একজোড়া ক্যাঙারুর (Kangaroo) মধ্যে একটির মৃত্যু হল মঙ্গলবার। অসুস্থ অন্যটিও। বেশ কিছুদিন ধরেই তারা অসুস্থ বলে জানা গেছে। এ বছরের গোড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের কাছ থেকে তিনটি ক্যাঙ্গারুকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে রাখা হয়েছিল। রাস্তা থেকে উদ্ধার করা হয়েছিল তাদের। তখনই একটি ক্যাঙ্গারু অসুস্থ হয়ে মারা যায়। বাকি দুটি এখানেই থেকে যায়। তাদের জন্য আলাদা ব্যবস্থাও করা হয়।
ক্যাঙারু দুটির একটি নাম রাখা হয়েছিল জেভিয়া, আরেকটির নাম এলেক্সা। জানা যায়, দিন কয়েক ধরে খুবই অসুস্থ ক্যাঙ্গারু দুটি। মঙ্গলবার সকালে মৃত্যু হয় অ্যালেক্সা নামের ক্যাঙ্গারুটির। তবে ক্যাঙ্গারুর মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।
এতই ছোট যে দু’হাতের তালুতে ধরা যাচ্ছিল, সময়ের আগে জন্মানো সদ্যোজাতের প্রাণ বাঁচাল রানাঘাটের হাসপাতাল
সূত্রের খবর, ডায়েট মেনেই মাশরুম দেওয়া হয়েছিল তাদের। তা থেকেই কোনওভাবে বিষক্রিয়া হয়ে থাকতে পারে বলে অনুমান। গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা। বেঙ্গল সাফারি পার্কের ডাক্তাররা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি একটি ক্যাঙারুকে। মঙ্গলবার সকালে এলেক্সা নামের ক্যাঙ্গারুটির মৃত্যু হয়েছে।