শেষ আপডেট: 15th September 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে। অভিযুক্তের নাম কল্যাণ জানা। তাকে গ্রেফতার করেছে নদিয়ার পুলিশ। ঘটনাটি ঘটেছে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে (Kalyani Hospital Technician Arrested)।
অভিযোগ, ওই দিন রাতে যুবতী এক্স-রে করাতে গেলে তাঁকে অভিযুক্ত জামা খুলতে বলে। সে বলে, পোশাক না খুললে এক্স-রে করা যাবে না। এরপরেই ছাত্রীর সঙ্গে অশালীনভাবে ব্যবহার করে সে। তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এরপরেই ওই তরুণী তাঁর সঙ্গে হওয়া সমস্ত ঘটনা কলেজ কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানায়। অভিযোগ পেতেই ওই টেকনিশিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয়।
হাসপাতাল সুপার সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই তরুণীও হাসপাতালে মেডিকেল পড়ছেন। ঘটনাটি গুরুতর। তাই এই ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অস্থায়ী কর্মী হিসাবে হাসপাতালে কর্মরত ছিল।
আরও পড়ুন: তরুণীদের ফুসলিয়ে দিল্লি-আগ্রার যৌনপল্লীতে বিক্রি করে দিত! তিন অভিযুক্তকে ১০ বছরের জেল