শেষ আপডেট: 21st February 2022 15:32
দ্য ওয়াল ব্যুরো: প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন প্রেমিকা (Lover)। আর তার জেরেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার নাম করে তাঁকে হুমকি দিতে শুরু করেন প্রেমিক। পরিণতি হল মর্মান্তিক। নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেই প্রেমিকা (Suicide)। চাঁদের গায়ে আছড়ে পড়ছে পথভোলা রকেট! চিন বলল, ‘আমাদের না’ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার (Kalna) শাসপুর পশ্চিমপাড়ায় । মৃতের নাম গঙ্গা সেন। তিনি কালনা কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে খবর। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত প্রেমিক সুরজ মণ্ডল পলাতক। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। গঙ্গার বাবা জানিয়েছেন সুরজের অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে একথা কিছুদিন আগেই জানতে পারেন গঙ্গা। তারপরেই সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এরপর থেকেই সুরজ বাড়িতে এসে পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে যেত বলে অভিযোগ। গঙ্গার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার কথা বলত বারবার। এই নিয়েই মানসিক চাপের মধ্যে ছিলেন গঙ্গা, জানিয়েছেন তাঁর বাবা। সেই কারণেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। মৃতের পরিবার সুত্রের খবর, রবিবার সকালে বাবা ও মা করোনা টিকা নিতে গিয়েছিলেন, সেই সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন গঙ্গা। গঙ্গার বোন এই কাণ্ড দেখে বাবা-মাকে খবর দেয়। কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ তদন্ত শুরু করেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'