শেষ আপডেট: 19th September 2022 12:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেয়েকে নিয়ে বাইকে চেপে টিউশনিতে দিতে যাচ্ছিলেন এক শিক্ষক। কিন্তু, তার আগেই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন তিনি। আহত হল তাঁর মেয়েও। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কালনায় (Kalna Accident) নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, কালনার আটঘরিয়া এলাকার বাসিন্দা জয়দেব হালদার ছিলেন পেশায় শিক্ষক। সোমবার সকালে বাইকে করে মেয়েকে নিয়ে কালনায় আসছিলেন। সেইসময় স্থানীয় কৃষ্ণদেবপুর প্রাইমারি স্কুলের কাছে দুর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয় সূত্রে খবর, একটি লরি, একটি কনটেনারকে ওভারটেক করতে গিয়েই বিপদ ঘটে। ওভারটেক করতে গিয়েই জয়দেববাবুর বাইককে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান রাস্তায়। পেছনে বসে থাকা মেয়েও পড়ে যায়।
তড়িঘড়ি দু'জনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জয়দেববাবুকে মৃত বলে ঘোষণা করেন। মেয়ে অঙ্গনা হালদারও জখম হয়, কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা শুরু হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জয়দেববাবুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী ঘটেছিল, তারই তদন্ত শুরু করেছে পুলিশ।
মহিলাদের স্বনির্ভর করে তুলছেন, গড়েছেন স্কুলও! সুন্দরবনের শিক্ষক পেলেন জাতীয় সম্মান